|
---|
দেবজিৎ মুখার্জি: ইন্ডিয়া জোটে কি ধরলো ফাটল? “লোকসভা নির্বাচনে দিল্লির প্রত্যেকটি আসনেই করবে প্রতিদ্বন্দ্বিতা” সাফ জানালো কংগ্রেস। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আপ।
আপ নেত্রী প্রিয়াঙ্কা কক্কর বলেন, “আমাদের সঙ্গে জোট না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কংগ্রেস। এহেন পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের আগামী বৈঠকে আমাদের উপস্থিত থাকার কোনও অর্থ নেই। দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন, আদৌ ওই বৈঠকে আপ যোগ দেবেন কিনা।” দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ অবশ্য বলেন, আপের কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইন্ডিয়া জোটের দলগুলির সঙ্গে আলোচনা হবে আসন বন্টন নিয়ে।
অন্যদিকে, বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিস্থল ‘সদৈব অটল’-এ উপস্থিত ছিলেন এনডিএ নেতারা। সেখানে হঠাৎ উপস্থিত হন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কাকতালীয়’ হলেও নীতীশ এবং এনডিএ’র এই ‘সংযোগে’র রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।