|
---|
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: আবারও মানবিক মুখ নিয়ে সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা, আমারকার গর্ব’। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২’ নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামের বাসিন্দা সত্যজীবন দন্ডপাটের স্বাভাবিক ছন্দে চলেফেরায় সমস্যা রয়েছে। তাঁর এই সমস্যার কথা জেনে তাঁকে সাহায্য করতে এগিয়ে এলো সুবর্ণ রৈখিক পরিবার। পরিবারের দিল্লি শাখার সম্পাদক সমীর দন্ডপাট ও সক্রিয় সদস্য সরোজ ঘোষের আর্থিক সহযোগিতায় একটি হুইল চেয়ার তুলে দেওয়া হলো শারীরিক ভারসাম্যহীন সত্যজীবন বাবুকে। সত্যজীবন বাবুদের বাড়িতে এদিন হুইল চেয়ার তুলে দেওয়ার ঘরোয়া কর্মসূচিতে সুবর্ণরৈখিক পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল,সৌকত আলি সা,সমীর রাউত, উত্তম কুইলা সহ অন্যান্য সদস্যরা।
গ্রুপের দিল্লি শাখার সম্পাদক সমীর বাবু ফোনে জানান, “আমাদের এই ধরনের মানবিক প্রয়াস আগামী দিনেও জারি থাকবে। সুবর্ণরৈখিক ভাষাকে আরও বেশি চর্চার মাধ্যমে বাঁচিয়ে রাখা আমাদের সকলের যেমন দায়িত্ব। তেমনই সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।” গ্রুপের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। গ্রুপের পরিচালক মন্ডলীর সুদীপ কুমার খাঁড়া, এই কর্মসূচির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।