|
---|
বাবলু হাসান লস্কর : বাংলাদেশিদেরকে ঘুরপথে ভারতে প্রবেশ করাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল তের বাংলাদেশীর সঙ্গে দুই ভারতীয় দালালকে গ্রেফতার করলো পুলিশ । ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বাগদায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই ভারতীয় দালালের নাম আপন চৌধুরী ও আব্দুল হান্নান মন্ডল ।
পুলিশ জানিয়েছে তারা স্থানীয় সূত্র মারফত জানতে পারে বাগদার আউলডাঙ্গা এলাকায় সন্দেহ ভাজন ১৩ জন ব্যক্তি ঘোরাঘুরি করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে ওই ১৩ জন বাংলাদেশী নাগরিক । তারা চোরাপথে ভারতে প্রবেশ করেছে । এবং পুলিশ তাদের জেরা করে জানতে পারে তারা দুই দালালের সাহায্যে এদেশে প্রবেশ করেছে । ওই ১৩ জন বাংলাদেশি সহ দুইজন ভারতীয় দালালকে গ্রেফতার করে পুলিশ । আজ ধৃতদের বনগাঁ মহাকুমা আদালতে তুলল বাগদা থানার পুলিশ।