|
---|
নিজস্ব সংবাদদাতা : বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হলেন ২ যুবক। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। ধৃতদের থেকে একটি পিস্তল এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।সূত্রে খবর, গত কাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে শান্তিপুরের মতিগঞ্জ মোড় এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে দুই যুবকের ঘোরাঘুরির খবর পায় পুলিশ। সময় নষ্ট না করে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। তখনই গ্রেফতার করা হয় ২ যুবককে। ঘৃতদের থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়। কিন্তু কেন তারা অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরছিল, কোথা থেকে তারা সেগুলি সংগ্রহ করেছিল, অন্যত্র পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল কিনা, সে সব জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ, শুক্রবার ধৃতদের রানাঘাট আদালতে পেশ করা হয়। এর আগে, গত প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের রাতে নদিয়ার নাকাশিপাড়ায় বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ ৪ জনকে গ্রেফতার কা হয়েছিল। সে বারও জানা যায়, বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতাল চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল চার জন। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। তবে গত মে মাসের একটি ঘটনা এখনও ভুলতে পারেনি নদিয়ার সাধারণ মানুষ। সে বার বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় গুলি চালানোর অভিযোগ ওঠে বাইক আরোহীর বিরুদ্ধে। নদিয়ার কালীগঞ্জের ঘটনার পরই আমজনতার মনে প্রশ্ন তীব্রতর হয়েছিল, এভাবে মুড়িমুড়কির মতো আগ্নেয়াস্ত্র হাতে আসছে কী ভাবে? ভিড়ের মধ্যে শূন্যে গুলি ছুড়ছে এক যুবক। শুধু তাই নয়, একেবারে মারমুখী মেজাজে বাঁশ, লাঠি নিয়ে একপক্ষ তেড়ে যাচ্ছে অপর পক্ষের দিকে। তার মধ্যে আতঙ্কে ছোটাছুটি করছেন এলাকায় উপস্থিত লোকজন। নদিয়ার কালীগঞ্জের পালিতবেড়িয়া গ্রামের ঘটনার ওই ভিডিও ভাইরালও হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানান, বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় গুলি চালায় বাইক আরোহী। এই ঘটনার পর থেকে ফের একবার প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা নিয়ে। প্রশ্ন উঠছে, মুড়ি মুড়কির মতো আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে ? কীভাবেই বা বেআইনি অস্ত্র পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের হাতে ?