|
---|
সজল দাশগুপ্ত,: নেইমার অনুরাগীদের জন্য দুর্দান্ত খবর! দলে ফিরছেন নেইমার। কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর থেকে আর নেইমারকে ব্রাজিল দলে দেখতে পাওয়া যায়নি। নেইমার ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন। কাতার বিশ্বকাপের পর ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেলে কিন্তু কোন ম্যাচই ছিলেন না নেইমার। তার ওপর ফেব্রুয়ারি মাসে গোড়ালিতে চোট পান তিনি।
তবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। প্রথম দুই রাউন্ডের জন্য দল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে রয়েছেন ফুটবল অনুরাগীদের প্রিয় ফুটবলার নেইমার। পুনরায় তাকে ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে মাঠে দেখতে পাওয়া যাবে খুশির হাওয়া ফুটবল অনুরাগীদের মধ্যে।