বীরভূমে প্রায় ৫০ মেট্রিক টন অবৈধ কয়লা উদ্ধার : অভিযুক্ত সাদ্দাম পলাতক

নিজস্ব সংবাদদাতা: বীরভূমের দুবরাজপুর থানার ঘাটগোপালপুর গ্রামে সাদ্দাম খান নামে এক ব্যক্তির বাড়ি থেকে থেকে প্রচুর পরিমাণ অবৈধ কয়লা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী অভিযান চালায়। ঘাটগোপালপুর গ্রাম থেকে প্রায় ৫০ মেট্রিক টন অবৈধ কয়লা উদ্ধার হয়েছে।

     

    অভিযুক্ত সাদ্দাম পলাতক। দুবরাজপুর থানার পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কোথা থেকে, কী ভাবে এত কয়লা সেখানে এল, কোথায় তা বিক্রি করা হত এবং সর্বোপরি এই ব্যবসার সঙ্গে আর কে কে যুক্ত, জানার চেষ্টা করছে দুবরাজপুর থানার পুলিশ।

    প্রসঙ্গত, এর আগেও দুবরাজপুর থানার পুলিশ প্রচুর অবৈধ কয়লা উদ্ধার করেছে। কখনও ডিপো থেকে আবার কখনও পাচার হওয়ার সময় গাড়ি বা ট্রাক ভর্তি অবৈধ কয়লা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ।