|
---|
সেখ সামসুদ্দিন : আজ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে বর্ধমানের দিল্লি প্যারা মেডিকেল ইন্সটিটিউট এর পক্ষ হতে স্ব স্ব ক্ষেত্রে প্রতিভাবান দুই মহিলাকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। যার মধ্যে ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপালের অবসরপ্রাপ্ত নার্স ইনচার্জ সীমা ঘোষ এবং বর্ধমানের মহিলা সাংবাদিক সুজাতা মেহেরা। সংস্থার ম্যানেজমেন্টে থাকা দুই আধিকারিক সৌভিক ভদ্র ও পায়েল চ্যাটার্জী জানান বছরের বিভিন্ন সময় স্বাস্থ্য বিষয়ক অ্যাওয়ারনেস ক্যাম্প করার পাশাপাশি বিশ্ব মহিলা দিবসও পালন করেন। বিশেষ করে ইন্সটিটিউসনে পাঠরত ছাত্রছাত্রীদের মধ্যে মহিলা ও পুরুষের একে অপরের কতটা পরিপূরক ও সহায়ক সে বিষয়ে সচেতনতার জন্য এই দিবস পালন করেন। এদিন ডিপিএমআই এর পায়েল চ্যাটার্জী, সৌভিক ভদ্র এবং সাংবাদিক সেখ সামসুদ্দিন সীমা ঘোষ ও সুজাতা মেহেরা দুইজনের হাতে স্মারক, শংসাপত্র ও উপহারসামগ্রী তুলে দেন। পরে দুজনেই হৃদয়গ্রাহী মনোজ্ঞ বক্তব্য রাখেন, যা উপস্থিত সকলকেই মুগ্ধ করেন।