|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েতের আউরিয়া গ্ৰামের ৪নং সংসদের চন্দ্রহাটি পাড়া বাজার তলা থেকে বাম পুকুরের পাড় পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। রাস্তার বেহাল দশার বিরুদ্ধে গ্ৰামবাসীরা অভিনব প্রতিবাদ দেখালো। গ্ৰামবাসীরা এই প্রতিবাদে সতস্ফুর্ত অংশগ্রহণ করে। গ্ৰামবাসীরা রাস্তায় ধানের বীজ রোপণ করে প্রতিবাদ জানালেন।
অন্যদিকে আউরিয়া গ্ৰামের ৪নং সংসদের চন্দ্রহাটি পাড়া মহাদেব দাঁয়ের বাড়ি থেকে কুয়েঢহর সাঁকোর পাড় পর্যন্ত পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। রাস্তার বেহাল দশার বিরুদ্ধে গ্ৰামবাসীরা অভিনব প্রতিবাদ দেখালো। গ্ৰামবাসীরা এই প্রতিবাদে সতস্ফুর্ত অংশগ্রহণ করে। গ্ৰামবাসীরা রাস্তায় ধানের বীজ রোপণ করে প্রতিবাদ জানালেন।গ্ৰামবাসীরা জানালেন অল্প বৃষ্টি হলেই রাস্তার ও ড্রেনের জল জমে কাদা হয়ে যায়।
পঞ্চায়েত অফিসে,ব্লক অফিসে লিখিত আবেদন নিবেদন করে কোনো কাজ হয়নি। হঠাৎ কোন কেউ অসুস্থ হলে ডাক্তার দেখাতে নিয়ে গেল সমস্যা মুখে পড়তে হয়। প্রায়শঃই স্কুলের ছোট ছোট ছাত্র-ছাত্রীরা কাঁদায় পড়ে যায়। বার্ষ শুরু হওয়ার আগেই রাস্তার বেহাল দশা। গ্ৰামবাসীরা জানালেন পঞ্চায়েত অফিসে লিখিত আবেদন নিবেদন করে কোনো কাজের সুরাহা হয়নি। গ্ৰামবীদের দাবি প্রশাসন এই রাস্তাটি সংস্কার করলে আমরা খুব খুশি হবো।