মানবিক ভাতার টাকায় মানবিক মুখ বিকশিত বদরুদ্দোজার

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- জন্মদিন পালন উপলক্ষে সচরাচর যে ছবি দেখতে আমরা অভ্যস্ত, তার বাইরে ও অন্য ভাবে, অন্য ভাবনায় ভাবিত বীরভূম জেলার নলহাটি এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন বদরুদ্দোজা সেখ। হ্যাঁ, ২৫ শে জানুয়ারি মঙ্গলবার ছিল উনার জন্মদিন, তিনি মনস্থির করেন কেক কাটা,মোমবাতি প্রজ্বলন, বন্ধু বা আত্মীয়দের নিয়ে হৈ হুল্লোড়, বিশেষ পার্টি কিম্বা খাবারের আয়োজন ইত্যাদির বিলাসিতা বর্জন করে মানুষের পাশে দাড়াতে নতুন আঙ্গিকে পালন করলেন তার জন্মদিন।উল্লেখ্য বদরুদ্দোজা সেখ নিজে একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি, সরকারি মানবিক ভাতার প্রাপ্য মাসিক হাজার টাকা প্রতি মাসে তিল তিল করে জমিয়ে নিজের জন্মদিন পালন করে থাকেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের পাশাপাশি অসহায় দুস্থ ব্যাক্তি, খেলোয়াড় ও পড়ুয়াদের নিয়ে সম্মিলিত ভাবে।

    মঙ্গলবার নলহাটি এলাকার সাহেব বাগান মাঠে উপরিউক্ত সম্পন্ন পঞ্চাশ জনের মধ্যে প্রয়োজন অনুসারে শীতবস্ত্র হিসেবে কম্বল,খাতা- কলম, বল, জার্সি, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি সামগ্রী তুলে দেন। বিশেষ উল্লেখযোগ্য যে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বীরভূম জেলা সম্পাদক এবং বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের রামপুরহাট মহকুমা সভাপতি পদে নিযুক্ত রয়েছেন।আজকের দিনে তিনি বার্তা দিতে চান যে, নিজে একজন শারীরিক প্রতিবন্ধী হলে ও মানসিক প্রতিবন্ধী নন, তাই মানবিকতার খাতিরে মানবিক কাজে সকল স্তরের মানুষকে এগিয়ে আসা দরকার। খেলাধুলায় শরীর স্বাস্থ্য যেমন সুস্থ থাকে তেমনি আবার খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে দেশের ও কাজে লাগবে, বাচ্চাদের খেলায় উৎসাহ প্রদানের জন্য তাদের মাঠমুখী করার আহ্বান জানান অভিভাবকদের উদ্দেশ্যে।