ফের উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুললেন বিমল গুরুং

দেবজিৎ মুখার্জি, শিলিগুড়ি: ফের বিচ্ছিন্নতাবাদের সুর বিমল গুরুংয়ের গলায়। উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি তুললেন তিনি। পাশাপাশি নানান রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে নতুন সংগঠনও তৈরি করলেন। যার নাম দেওয়া হয়েছে ‘ইউনাইটেড ফোরাম ফর সেপারেট স্টেট।’ এই সংগঠনে মোর্চা ছাড়াও রয়েছে কামতাপুর পিপলস পার্টি, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, বীর বিরসা মুন্ডা ইল উলগান, ভূমিপুত্র কো-অর্ডিনেশন পার্টি-সহ আরও অনেকে।

    সোমবার এ নিয়ে শিলিগুড়ির দাগাপুরে বৈঠকে বসে গুরুংয়ের তৈরি নয়া সংগঠন ‘ইউনাইটেড ফোরাম ফর সেপারেট স্টেট’। সেখানেই এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটল। বিমল গুরুং বলেন, “আমরা আমাদের দাবি নিয়ে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের সঙ্গেই আলোচনা করব। আমরা চাই, উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়া হোক। গোর্খাল্যান্ডের থেকেও বৃহত্তর স্বার্থে আমরা উত্তরবঙ্গকে আলাদা করার দাবি করেছি। তবে আমাদের আন্দোলন গণতান্ত্রিক পথেই হবে। আমরা কোনওরকম অশান্তি চাই না। নতুন সংগঠন আন্দোলনের রূপরেখা তৈরি করবে।”

    অন্যদিকে, কামতাপুর পিপলস পার্টির সভাপতি নিখিল রায় বলেন, “আমরাও কামতাপুর রাজ্য চেয়েছিলাম। কিন্তু সরকার আমাদের কথা কানেও তোলেনি। তাই সকলে জোটবদ্ধ হয়ে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি করলাম। যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না আমরা আন্দোলন চালিয়ে যাব।”