|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: সিবিএসই বোর্ডের সব পরীক্ষা বাতিল বলে সিদ্ধান্ত নিল কেন্দ্র। সিবিএসই বোর্ডের থেকে জানানো হচ্ছে আগামী পয়লা জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত যে সমস্ত পরীক্ষা ছিল তা স্থগিত রাখা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার পরীক্ষা নেওয়া হবে। তবে মহারাষ্ট্র তামিলনাড়ুর দিল্লি সরকার সিবিএসই পরীক্ষা নিতে পারবে না বলে জানা গেছে।
সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য এক নির্ঘণ্ট প্রকাশ করেছিল । সূত্রের খবর , সেই নিয়ে এক অভিভাবক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং জানিয়েছিলেন করোনার মত অতি মহামারী সময়ে আমার সন্তান পরীক্ষা দিতে ইচ্ছুক নয় । শুধু তাই নয় এই পরীক্ষা হওয়া উচিতও নয়। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সিবিএসই বোর্ডের কাছে এমতামত চেয়েছিল পরীক্ষা হবে কিনা। গতকাল সিবিএসই তরফ থেকে এক মুখ বন্ধ খাম সুপ্রিমকোর্টের কাছে জমা করেছিল। আজ সিবিএসই আইনজীবী সুপ্রিম কোর্টের সামনে সরকারী ভাবে ঘোষণা করেছে পয়লা জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত সিবিএসই এর যে সমস্ত পরীক্ষা ছিল তা বাতিল। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নেওয়া হবে