ডায়মন্ড হারবার হাই স্কুল কক্ষে চন্দন মিত্রের নতুন গল্পের বই প্রকাশ ও কবি সম্মেলন

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- সম্প্রতি বার্ণিক প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে চন্দন মিত্রের গল্প সংকলন ‘লাল পিঁপড়েদের উপযোগিতা’। ডায়মন্ড হারবার হাইস্কুলের একটি কক্ষে আনুষ্ঠানিক ভাবে বইটির মোড়ক উন্মোচন করলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। বই নিয়ে আলোচনা করেন অধ্যাপক রূপম প্রামাণিক। লেখকের মোট ১৪টি গল্প রয়েছে এই বটিতে। চন্দন মিত্র মূলত কবি ও প্রাবন্ধিক হলেও এটি তাঁর দ্বিতীয় গল্প সংকলন। এদিনের বই প্রকাশ উপলক্ষে কবিতা বন্দর পত্রিকার পক্ষ থেকে সাহিত্য উৎসবেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কবি রফিক উল ইসলাম, খায়রুল আনাম, অরুণ পাঠক, নাগসেন, গৌতম মন্ডল, দিলীপ প্রামাণিক, অমলেন্দু বিকাশ দাস প্রমুখ। অধ্যাপক রূপম প্রামাণিক বলেন,চন্দন মিত্র অন্য ধারায় গল্প লিখছেন। আশাকরব সিরিয়াস পাঠক তাঁকে ঠিক খুঁজে নেবে।