স্বপ্নপূরণের আরও কাছে পৌঁছে গেল চন্দ্রযান ৩

দেবজিৎ মুখার্জি: স্বপ্নপূরণের আরও কাছে পৌঁছে গেল চন্দ্রযান ৩। চাঁদের ১৫৩x১৬৩ কিমির কক্ষপথে ঢুকে পড়ায় লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেল চন্দ্রযান ৩। আগামিকাল ল্যান্ডার বিক্রম তার প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা।

     

    জানা যাচ্ছে, প্রপালশন মডিউলটিতে রয়েছে একটি অতিকায় সৌর প্যানেল ও একটি সিলিন্ডার। এর সঙ্গেই যুক্ত রয়েছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। একবার এদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর প্রপালশন মডিউলটি কাজ করবে রিলে স্যাটেলাইট হিসেবে। অন্যদিকে বিক্রম এগিয়ে চলবে চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করতে। সেটি চাঁদের মাটিতে নেমে পড়লে শুরু হবে প্রজ্ঞানের কাজ। বুধবারের সাফল্যের পর এবার ইসরো তাকিয়ে বৃহস্পতিবারের দিকে।