|
---|
দেবজিৎ মুখার্জি: পঞ্জশিরে আফগানিস্তান লিবারেশন ফ্রন্ট এবং ন্যাশনাল রেসিস্ট্যানস ফ্রন্টের যৌথ অভিযানে নিহত হয়েছে অন্তত ২১ জন তালিবান জঙ্গি।
জানা গিয়েছে, বিরোধীদের ঘাঁটি খতম করতে পঞ্জশিরে চারটি অ্যাটাক হেলিকপ্টার পাঠিয়েছে তালিবান। আন্দারাব উপত্যকায় হামলা শুরু করেছে ন্যাশনাল রেসিস্ট্যানস ফ্রন্ট। সংঘর্ষে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে। প্রতিরোধ বাহিনীর সূত্রে খবর, আহমেদ মাসুদ পঞ্জশিরে সুরক্ষিত রয়েছেন। বড়সড় হামলার পরিকল্পনা করছেন বলে আড়ালে রয়েছেন।
উল্লেখ্য, আফগানিস্তান দখল করলেও এখনও পঞ্জশির পুরোপুরিভাবে দখল করতে পারেনি তালিবান।