পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির করল শক্তিগড় থানা

লু তুব আলি : পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির করল শক্তিগড় থানা। শক্তিগড় থানা এলাকার বাসিন্দাদের নিয়ে পথ নিরাপত্তা ব্যাপারে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় বর্ধমান ২নং ব্লকের বড়শুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের কর্মসূচীর অঙ্গ হিসাবে শক্তিগড় থানার এই শিবিরের আয়োজন করেছিল। এই শিবিরের উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। শিবিরে স্বাগত ভাষণ দেন শক্তিগড় থানার ও.সি কুনাল বিশ্বাস। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন সেফ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচিকে পূর্ব বর্ধমানের প্রতিটি থানায় তৃণমূল স্তরে প্রচারের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে শক্তিগড় থানার ও.সি কুনাল বিশ্বাস পথ নিরাপত্তার ব্যাপারে যে উদ্যোগ নিয়েছেন তাতে এলাকাবাসীরা খুশি। এদিনের এই সচেতনতা শিবিরে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, শক্তিগড়ের উপর দিয়ে ২নং জাতীয় সড়ক চলে যাওয়ার জন্য এই এলাকার অনেকটা অংশ দুর্ঘটনা প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে। আমড়া, উল্লাস মোড়ে হামেশাই দুর্ঘটনা ঘটে। এদিনের সচেতনতা শিবির এ হেলমেট পড়ে গাড়ি চালানো বাধ্যতামূলক বলে এলাকাবাসীদের পুলিশের পক্ষ থেকে অবহিত করা হয়। শিবিরে শক্তিগড় থানার পক্ষ থেকে নাগরিকদের সঙ্গে পুলিশের নিবিড় যোগাযোগ হওয়ায় এলাকাবাসীরা সন্তোষ প্রকাশ করেন। সেফ ড্রাইভ, সেভ লাইফের উপর ফেস্টুন, ব্যানার সহকারে পুলিশের পক্ষ থেকে প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শক্তিপদ পাল, সৌভিক পান, পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুন গোলদার, বড়শুল ২নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ চন্দ্র সরকার প্রমুখ।