|
---|
নতুন গতি নিউজ ডেস্কঃ আবারও ভয়াবহ আগুনের করাল গ্রাসে বিদ্ধস্ত কলকাতা, বিধ্বংসী আগুনের কোপে নিউটাউনের সাপুরজি মার্কেট। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর আজ ভোর রাতে আগুন লাগে সাপুরজি মার্কেটে। প্রথমে প্রায় ভোর ৪টে নাগাদ একটি দোকানে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানেও। এই বিধ্বংসী আগুনের জেরে ভস্মীভূত প্রায় ৩০টি দোকান।
দমকল কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা নেভানোর কাজে হাত লাগান পরে দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। সূত্রের খবর ২জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
এদিকে আগুনে ঝলসে মৃত স্থানীয় ব্যবসায়ী মহম্মদ ইনসান। একটি বাইক গ্যারেজের কুড়িটি বাইক পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেও খবর। সব্জির দোকান থেকে শুরু করে ছোট হোটেল, পোলট্রি ফার্ম, মাছের বাজার সব পুড়ে ছাই! ভোররাতে বাজারে আগুন দেখতে পান স্থানীয়রা।সর্ট সার্কিট থেকে পুলিশ।