সোলবিট ডান্স একাডেমির মানবিক প্রয়াস : উৎসবের প্রাক্কালে প্রতিবন্ধীদের বস্ত্র বিতরণ

সেখ মহম্মদ ইমরান, নতুন গতি,ডেবরা: উৎসবের প্রাক্কালে মানবিক মুখ নিয়ে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান সোলবিট ডান্স অ্যাকাডেমি। সোমবার একাডেমির পক্ষ থেকে ডেবরার মাড়তলাতে “আশার আলো” প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাস্ক,স্যানিটাইজার ও নতুন জামা-কাপড় বিতরন করা হোলো সোমবার। যেখানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার বিউটি দাশ, অভিষেক বসু, রাহুল চন্দ্র, জয়ন্ত মন্ডল দিগ্বিজয় মোহালিসহ সংগঠনের অন‍্যান‍্য সদস্যারা।

    উপহার পেয়ে খুশি আশার আলো স্কুলের দুঃস্থ প্রতিবন্ধী ছেলেমেরারা। তাঁদের প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান আশার আলো হ্যান্ডিক্যাপ সোসাইটির পক্ষে অমিত পাল ও অন্যান্য সদস্যরা। এর পাশাপাশি এদিন একাডেমি পক্ষ থেকে শালবনী ব্লকের কড়েদানা গ্রামে সূর্য সংঘ ক্লাবের ব‍্যবস্থাবনায় শতাধিক শিশুর হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।