জাতীয় পুষ্টি মাস উপলক্ষে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থার শিবির ।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : জাতীয় পুষ্টি মাস উপলক্ষে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থার শিবির। চলতি সেপ্টেম্বর মাস ব্যাপী জাতীয় পুষ্টি মাস হিসেবে চলছে। পুষ্টির ব্যাপারে জনসাধারণকে সচেতন করে তুলতে বর্ধমানের অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগী হয়েছে। সংস্থাটি বর্ধমান শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় অথর শিবির ও সভা, করে মানুষকে সচেতন করার কাজে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এই সংস্থাটি পুষ্টি বিশেষজ্ঞ সংস্থা হিসেবে পরিচিতি লাভ ঘটিয়েছে। সংস্থার সম্পাদক তথা বিশিষ্ট পুষ্টি শিক্ষক প্রলয় মজুমদার বলেন, এবারের পুষ্টি মাসের থিম হল : সুপোষইত ভারত, স্বচ্ছ ভারত, সশক্ত ভারত। এই থিম কে সামনে রেখে আমরা পুষ্টির মান উন্নয়নে বিশিষ্ট ডায়েটিশিয়ানদের সহায়তায় বিনামূল্যে ডায়েট চাট প্রদান করছি। সমগ্র মাস জুড়ে এই কাজ চলবে। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজে সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টির বিষয়ে সচেতন করে তোলা হবে। তিনি আর ও বলেন, খাদ্যাভ্যাস বদল এনে মানুষ যাতে সুপারিস্ট হয়ে ওঠেন এবং রোগ প্রতিরোধের মাধ্যমে নিজেদের শক্ত করে গড়ে তুলতে পারেন সেই লক্ষ্যে ওনাদের অভিযান। বিশিষ্ট ডায়েটিশিয়ান হিসেবে উপস্থিত ছিলেন সুনন্দা প্রামানিক, অমৃতা হাজরা, তামান্না সরকার, লাবনী ভট্টাচার্য, দ্যুতি কোনার, মোঃ শফিকুর রহমান। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, এ বিষয়ে বিভিন্ন জায়গায় শিবির করে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এলাকাবাসীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।