জুয়েলার্স সচেতনতা কার্যক্রম মেমারিতে

নূর আহমেদ : ১১ জানুয়ারি মেমারি,শনিবার মেমারি ডাকবাংলোর কাছে একটি গেষ্ট হাউসে ভারতীয় মানক ব্যুরো পূর্ব ক্ষেত্রীয় কার্যালয় কলকাতার আয়োজনে ও বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির ব্যবস্থাপনায় সোনার গহনার উপর হলমার্ক বিষয়ে সচেতনতা মূলক কার্যক্রম করা হয়। উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা। ভারতীয় মানক ব্যুরো পূর্ব ক্ষেত্রীয় কার্যালয় কলকাতার আধিকারিক অনিন্দ্য চক্রবর্তী, অলকা কুমারী ও নিতু খুশওয়া উপস্থিতিতে স্বর্ণ ব্যবসায়ীদের হলমার্কের বিষয়টি আলোচনা করা হয় ও ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় তারা। আয়োজকদের পক্ষ থেকে বৃন্দাপন পাল ও রাজেন্দ্র প্রসাদ পাল জানান এই ধরনের সচেতনতা কর্মসূচীর ফলে এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা উপকৃত হয়েছে এবং আগামীতে স্বর্ণশিল্পীদের স্বার্থে এই ধরনের কর্মসূচী করা হবে।