|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পূর্ব বর্ধমানের জামালপুর সহ বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বিনা নোটিশে আধার কার্ড বাতিল করায় সারা দেশব্যাপী হইচই পড়ে যায়। জামালপুরের ৫০ জনের কার্ড বাতিল হওয়ায় এই এলাকাতেও চরম বিক্ষোভের সঞ্চার হয়। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদদের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বিনা নোটিশে আধার কার্ড বাতিল করা ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ার বিষয়টি নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করবেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী আলাদা পোর্টাল তৈরি করেন। যাদের আধার কার্ড বাতিল করা হয়েছে তারা এই পোর্টালে অভিযোগ জানাতে পারবেন। খুশির খবর জামালপুরের বিস্তীর্ণ এলাকায় যাদের আধার কার্ড থেকে নাম বাতিল করা হয়েছিল তাদের পুনরায় অ্যাক্টিভেট করানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আর ও অভিযোগ করেছিলেন যে বিজেপি পরিকল্পিতভাবে আধার কার্ড বাতিল করার চক্রান্ত করে। জামালপুরের বিস্তীর্ণ এলাকায় আধার কার্ড বাতিল হওয়ায় জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান সহ দলীয় নেতৃত্বরা আধার কার্ড সংযুক্তিহীনদের পাশে দাঁড়ান। এদিন জামালপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অতিরিক্ত জেলা শাসক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা এলাকায় গিয়ে এক্টিভেট হওয়া আধার কার্ড ধারীদের পাশে দাঁড়ান এবং তাদেরকে সচেতনতার বার্তা দেন। জামালপুরের আবুজহাটি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান রমজান শাহ এ ব্যাপারে বলেন, আমাদের অভিভাবক জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান ও অন্যান্য দলীয় নেতৃত্বদের তিনি প্রথমে ধন্যবাদ জানান। আধার কার্ড হারানো দের পাশে তিনি দাঁড়িয়ে ছিলেন। সর্বোপরি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বিজেপির চক্রান্ত কে রুখে দিলেন। এদিন জুতিহাটি গ্রামের ২৪ জনের আধার কার্ড অ্যাক্টিভেট হয়। রমজান শাহ আর ও বলেন, যুতিহাটি গ্রামের মানুষেরা বসন্তের আগাম হোলি খেললেন।