মুর্শিদাবাদের ডোমকলে প্রকাশিত হল “সাম্পান” সাহিত্য পত্রিকা

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: গত ১৪ জানুয়ারি রবিবার ডোমকল প্রাণী সম্পদ বিকাশ ভবনে প্রকাশিত হয়ে গেল “সাম্পান” সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ সংখ্যা। প্রকাশ করলেন বেলুড় রামকৃষ্ণ মিশনের অধ্যাপক ও প্রাবন্ধিক ড. শামিম আহমেদ, ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা বর্ণালী মৈত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও প্রাবন্ধিক আবু রাইহান, কবি তাজিমুর রহমান, মাসুদ আলম, এম নাজিম, মহকুমা শাসক সুমিতকুমার রায়, মহকুমা খাদ্য নিয়ামক মহাম্মদ মুসির আহমেদ ও সমাজসেবী আব্দুল আলীম বিশ্বাস। সভামুখ্য হিসেবে ছিলেন গল্পকার সামশুল আলম।

    অনুষ্ঠান শুরু হয় মহুয়া সেনের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। পত্রিকার সভাপতি প্রাবন্ধিক বাইজিদ হোসেন তার স্বাগত ভাষণে উপস্থিত সকলে ধন্যবাদ জানায় ও সাম্পান পত্রিকার পাশে থাকার জন্য আহবান জানান। আবু রাইহান তার বক্তব্যে মুর্শিদাবাদ ও ডোমকলের স্মৃতিচারণার মাধ্যমে সাহিত্য নিয়ে আলোচনা করেন। শামিম আহমেদের আলোচনার মূল বিষয় ছিল লিটিল ম্যাগাজিনের ইতিহাস ও তার দায়িত্বের কথা। বর্ণালী মৈত্র ও রীতম বিশ্বাসের কণ্ঠে সঙ্গীত পুরো অনুষ্ঠানের প্রাণ প্রতিষ্ঠা করে। সায়রা বানুর সঙ্গীত পরিবেশনও প্রশংসার দাবি রাখে। তাজিমুর রহমান ও অভিজিৎ রায় তাদের বক্তব্যে লিটিল ম্যাগাজিন বাঁচিয়ে রাখা কত কষ্টকর সেই বিষয় নিয়ে কথা বলেন। সম্পাদক বিভাস বিশ্বাস বলেন, সাম্পান ডোমকলের সাহিত্য জগতের নতুন পালক। আজকের উপস্থিতি দেখে আমার বিশ্বাস সাম্পান একদিন ইতিহাস সৃষ্টি করবে।
    কবিতা আবৃত্তি করেন আসুয়ারা বিশ্বাস, খন্দকার ওমর ফারুক, আনান বিশ্বাস, মৌমিতা সরকার ও অমল কুমার সাহা। এছাড়াও এদিন “অন্যমুখ প্রকাশন” থেকে কবি শুভজিৎ অধিকারীর কাব্যগ্রন্থ “আধখানা চাঁদ” প্রকাশ হয়। শুভজিৎ অধিকারী কীভাবে তার কবিতা লেখা শুরু এবং কাব্যগ্রন্থ প্রকাশ পর্যন্ত তার পথচলা সম্পর্কে বলেন। সর্বশেষে তনুশ্রী মিস্ত্রীর কণ্ঠে সমাপ্তি সঙ্গীত ও সভামুখ্যের ভাষণ দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানবির কাজি ও রাশিদুল বিশ্বাস।