জেলা পরিষদের বোর্ড গঠনের পর্ব মিটতেই পূর্ব মেদিনীপুরে একাধিক থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বদলি করল নবান্ন

নিজস্ব সংবাদদাতা : জেলা পরিষদের বোর্ড গঠনের পর্ব মিটতেই পূর্ব মেদিনীপুরে একাধিক থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বদলি করল নবান্ন। অবশ্য পঞ্চায়েতের ফল ঘোষণার পরই তমলুক, ময়না ও নন্দীগ্রামের আইসি ও ওসিদের বদলে ফেলা হয়েছিল। এবার জেলার বিভিন্ন থানা মিলিয়ে দু’জন মহিলা সাব ইন্সপেক্টর সহ মোট ১২ জন সাব ইন্সপেক্টরের বদলি হয়েছে।পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহ কাটতে না কাটতেই বদলি হন তমলুক থানার আইসি অরূপ সরকার। তাঁকে দার্জিলিঙে পাঠানো হয়। তাঁর জায়গায় তমলুক থানার আইসি হিসেবে যোগ দেন শান্তনু মণ্ডল। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছিল এই বদলি রুটিন মাফিক। এরপর ময়না থানায় ওসি পরিবর্তন হয়। ওই থানায় ওসি হিসেবে আবারও দায়িত্ব নিয়েছেন গোপাল পাঠক। কিন্তু এবার বিভিন্ন থানার ওসি সহ মোট এক ডজন সাব ইন্সপেক্টরের পরিবর্তন হল। ময়না থানায় কর্মরত সাব ইন্সপেক্টর সোমনাথ শিটকে খেজুরি থানার ওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে। আবার খেজুরি থানার ওসি অমিত দেবকে সাব-ইন্সপেক্টর হিসাবে কাঁথি থানায় পাঠানো হয়েছে।এছাড়া সাব ইন্সপেক্টর গৌরব মিত্রকে তালপাটি কোস্টাল থানার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে হেড়িয়া আউটপোষ্টের দায়িত্বে ছিলেন। তালপাটি কোস্টাল থানার ওসি বুদ্ধদেব মালকে তমলুক থানায় নিয়ে আসা হয়েছে। কাঁথি থানার সাব-ইন্সপেক্টর সৌমেন মণ্ডল হেড়িয়া আউটপোস্টের দায়িত্ব পেলেন। অন্যদিকে তালপাটি কোস্টাল থানার সাব-ইন্সপেক্টর অরিজিৎ চ্যাটার্জিকে নন্দীগ্রাম থানায় পাঠানো হয়েছে।

     

    হলদিয়া মহিলা পুলিশ থানার ওসি সাব-ইন্সপেক্টর মৌসুমী সরদারকে দিঘা মোহনা কোস্টাল থানার ওসি করা হয়েছে। দিঘা মোহনা কোস্টাল থানার বর্তমান ওসি দীপক চক্রবর্তীকে এগরা থানায় পাঠানো হয়েছে। অন্যদিকে নন্দকুমার থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর প্রতিমা সবেইন হলদিয়া মহিলা থানার ওসি হিসেবে দায়িত্ব নেবেন। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় এবং আসন্ন দুর্গাপুজোর আগে পূর্ব মেদিনীপুর জেলার চারটি থানার ওসি বদল সহ মোট ১২ জন সাব-ইন্সপেক্টরের বদলি হল।