কালামের জন্মদিনকে ‘জাতীয় ছাত্র দিবস’ চেয়ে কেন্দ্রকে চিঠি

নতুন গতি নিউজ ডেস্ক: প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের জন্মদিনকে ‘জাতীয় ছাত্ৰ দিবস’ হিসেবে ঘোষণার দাবি উঠেছিল আগেই। এনিয়ে বিক্ষিপ্ত ভাবে জনমত গঠনের উদ্যোগও চলছে। এবার এই দাবির পাশে দাঁড়ালেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ আনন্দ ভাস্কর রাপোলু। এ নিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাংকে চিঠি লিখেছেন তিনি। ওই চিঠিতে ১৫ অক্টোবর জাতীয় ছাত্র দিবস ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। হিসেবে ঘোষণার দাবি উঠল আগেই। এনিয়ে বিক্ষিপ্ত ভাবে জনমত গঠনের উদ্যোগও চলছে।

    এ নিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাংকে চিঠি লিখেছেন তিনি। ওই চিঠিতে ১৫ অক্টোবর জাতীয় ছাত্র দিবস ঘোষণার দাবি জানিয়েছেন তিনি।

    কালামের জন্মদিনকে ইতোমধ্যে “বিশ্ব ছাত্র দিবস” হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। এছাড়া বিক্ষিপ্ত ভাবে ভারতের কিছু শিক্ষা প্রতিষ্ঠান দিনটি ছাত্র দিবস হিসেবে পালন করে আসছে। তবে জাতীয় স্তরে এমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

    কেন্দ্রীয় এইচআরডি মন্ত্রীকে লেখা চিঠিতে সেই দাবি জানিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা রাপোলু। যোগা দিবস বা হ্যান্ডলুম ডে’র মতো উৎসাহ উদ্দিপনার সঙ্গে ১৫ অক্টোবর দিনটি জাতীয় ছাত্র দিবস হিসেবে পালনের পক্ষে জোর সওয়াল করেছেন বিজেপি নেতা রাপোলু।