|
---|
আজিজুর রহমান,গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের ফুটবল খেলায় জয়ী হল জোগ্রাম ফুটবল কোচিং সেন্টার। শনিবার বিকালে ট্রাইব্রেকারে তারা এরুয়ার উদয়াচল ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। জানা গেছে, প্রতি বছরই ন্যায় এবছরও চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করেন ক্লাবের কর্মকর্তারা। তাদের ফুটবল প্রতিযোগিতা ৩৭ তম বর্ষে পদার্পণ করলো। দ্বিতীয় দিনের ওই খেলার শুরুর ৪৫ মিনিটে এরুয়ারের খেলোয়াড় শিবনাথ সোরেন চমৎকার একটি গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু ২ মিনিটের মধ্যেই জৌগ্ৰামের খেলোয়াড় মিলন মারান্ডি সেই গোল পরিশোধ করে দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। ট্রাইব্রেকারে ৬-৫ গোলে বিজয়ী হয় জোগ্রাম কোচিং সেন্টার। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এরুয়ারের শিবনাথ সোরেন।