|
---|
নিজস্ব প্রতিবেদক, কেশপুর: রেনেশাঁ আর্টিস্টস এ্যান্ড রাইটার্স এ্যাসোসিয়েশন_ র উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গল্প বলা প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। ২৯.১১.২০২৩ এমন আসর বসেছিল কেশপুর_ ১ চক্রের গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়ে।
প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রথম :সুদীপা দেব, দ্বিতীয়: নন্দিনী প্রামানিক, তৃতীয়: অনন্যা কাঁঠাল।
RAWA _র পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রীতি উপহার ও শংসাপত্র তুলে দেওয়া হয়।
সংস্থার পক্ষে সম্পাদক বিশ্বদেব মুখোপাধ্যায় জানান,” মোবাইল থেকে কিছুটা দূরে সরিয়ে রেখে গল্প পড়া, শোনা ও বলার অভ্যাস তৈরি করার জন্য আমরা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে যাচ্ছি। গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়ে এসে এখানকার পরিবেশ ও শিক্ষার্থীদের গল্প বলা আমরা উপভোগ করলাম। আগামীদিনেও এমন কার্যক্রম নিয়ে এ এলাকায় আবার আসতে চাই।”
উল্লেখ্য সবুজায়নের বার্তা দিতে RAWA সংস্থা শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় অঙ্গনে একটি চন্দন গাছ লাগান। গল্পবলা প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন বাচিকশিল্পী পাঞ্চালী চক্রবর্তী,কল্পনা গিরি ও শিউলি দাস ।
গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নেহাশিস চৌধুরী বলেন_” বেশ কিছুদিন ধরে শিক্ষকমণ্ডলী শিশুদের তালিম দিয়েছেন। সবাই চেষ্টা করেছে। এটাই চাওয়। আগামীদিনে সাংস্কৃতিক চর্চার পাশাপাশি ক্রীড়াচর্চার উপর ও গুরুত্ব আরোপ করা হবে। অভিভাবক, বিদ্যালয় পরিচালন সমিতি, শিক্ষকমণ্ডলী সবার সম্মিলিত প্রয়াসে এভাবেই সফল হোক সব প্রয়াস।” ঊল্লেখ্য , গল্পবলা প্রতিযোগিতা ঘিরে এলাকায় খুশির আবহ ছড়িয়ে পড়েছে।