|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: ‘ধৃত এসপি সিনহা (SP Sinha) নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) মাস্টারমাইন্ড’ আদালতে এমনটাই দাবি করলেন সিবিআইয়ের (CBI) আইনজীবী।
নিয়োগ দু্র্নীতি মামলায় ইতিমধ্যেই অভিযুক্ত এজেন্ট প্রসন্ন রায়কে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। অভিযুক্ত বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও সুপ্রিম কোর্টে জামিনের আবেদন চেয়ে দ্বারস্থ হয়েছেন। বুধবার নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত জীবনকৃষ্ণ, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য-সহ বাকি অভিযুক্তদের শুনানি ছিল। আদালতের নির্দেশ মেনে এদিন প্রসন্নও আদালতে হাজির হন। এদিন প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদন করেন আইনজীবীরা। যদিও সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, ‘‘নিয়োগ দুর্নীতিতে যতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের সকলের সঙ্গে যোগসূত্র রয়েছে শান্তিপ্রসাদের। আসলে তিনিই মাস্টার মাইন্ড।’’
এদিন বিচারক অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে ৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত দিয়েছেন।