আবুল কাশেম ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে BHUMI-এর তরফে শ্রদ্ধাঞ্জলি

নতুন গতি, ওয়েব ডেস্ক : গত ২৭এ এপ্রিল ২০২১ শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকীতে ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়া(BHUMI)-র তরফে এক মনোজ্ঞ আলোচনাসভার আয়োজন করা হয়। উপস্হিত ছিলেন আদিল হোসেন, ডক্টরেট, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সৌম্য বসু, গবেষক-ইতিহাসবিদ ও রামিজ রাজা, গবেষক-প্রোকৌশলী। আলোচনাসভায় শেরে বাংলার অসাম্প্রদায়িক রাজনৈতিক জীবন ও বাঙালী জাতীয়তাবাদে শেরে বাংলার অবদান সম্পর্কে আলোচনা করা হয়।

    আদিল হোসেন শেরে বাংলার রাজনৈতিক পদাঙ্ক অনুসরণ করার আহ্বান জানান বাঙালী মুসলমানদের। ইতিহাসবিদ সৌম্য বসু বলেন যে এই অসহিষ্ণু সময়ে আমাদের হকসাহেবের মতো অসাম্প্রদায়িক আইকনকে নিয়ে আরো আলোচনা করা প্রয়োজন এবং ওনার জীবন সম্পর্কে আরো গবেষণা করতে হবে। ভূমির তরফে শেখ আব্দুল মুরাদ জানান যে গতবছর সর্বপ্রথম শেরে বাংলার জন্মবার্ষিকী পালন করা হয়েছিল ভূমির পক্ষ থেকে। ভূমি অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলার অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক জীবনের গাথা তুলে ধরতে দায়বদ্ধ।