|
---|
দুই মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ ও শাইখুল হিন্দ ট্রাস্ট উদ্যোগে দিল্লির হাসপাতালে এক হাজার পিপিই কিট দান করলেন
নতুন গতি ওয়েব ডেস্ক:
কোভিড-১৯ এর দুর্দিনে দেশের নানা জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে মুসলিমরা৷ দেশের খ্যাতনামা দুই মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ ও শাইখুল হিন্দ চ্যারিটেবল ট্রাস্ট এ ব্যাপারে এগিয়ে এসেছে৷ দিল্লির এক হাসপাতালকে এই দুই সংগঠন এক হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট কিটস (পিপিই) দান করেছে৷ শুক্রবার তারা পিপিই কিটগুলি লোকনায়ক হাসপাতালের ডিরেক্টরকে প্রদান করে৷ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসার চোখে দেখছে৷ তাদের মত, এই পরিস্থিতিতে এমন সাহায্য স্বাস্থ্য কর্মীদের মনোবল আরও বাড়িয়ে তুলবে৷
এ উপলক্ষে জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি জানান, দেশে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা যেভাবে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়ে যাচ্ছেন তা প্রশংসনীয়৷সামনের সারিতে থেকে তারা এর বিরুদ্ধে লড়াই জারি রেখেছে৷ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অপরের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছে৷ জমিয়তও এ ব্যাপারে দেশে নানা সহায়তা প্রকল্প নিয়েছে বলে জানান তিনি৷ তার মতে, ভারতীয় সভ্যতা ঐক্যের কথা বলে৷ সংকট জনক পরিস্থিতিতে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ পরস্পরের পাশে এসে দাঁড়াচ্ছেন৷ এটাই আমাদের সভ্যতা৷ জমিয়তও ত্রাণ জুগিয়ে চলেছে৷ দিচ্ছে স্বাস্থ্য পরিষেবাও৷ অ্যাম্বুলেন্স সার্ভিস ও ফ্রি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থাও করেছে তারা৷