|
---|
আতাউল্লাহ আহমেদ, নতুন গতি ডেস্ক, কলকাতা:
রাজ্য পুলিশের কনস্টেবল বিভাগে মোট ৮৪১৯ জন কনস্টেবল নিয়োগ করা হবে। সুতরাং রাজ্যে এই বহু বেকারের মধ্যে কিছুটা হলেও নিয়োগ হবে বলে মনে করেন শিক্ষিতমহল। বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে।
এই পদের জন্যে বাংলায় লিখতে, পড়তে, ও বলতে পারলেই এবং যে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হলেই এই পদের জন্যে আবেদন করতে পারেন।আবেদনের শেষ তারিখ ০৭/০৩/২০১৯। বিস্তারিত জানতে ক্লিক করুন www.policewb.gov.in