|
---|
আর এ মণ্ডল : সোনামুখী,সম্প্রতি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের উলাই মণ্ডল পাড়ার ইমাম হাফিজ নাদির সাহেব দীর্ঘদিন যাবৎ কিডনির সমস্যায় অসুস্থ। বর্তমানে সপ্তাহে দুইদিন ডায়ালিসিস করতে হচ্ছে । আগামীতে তাঁর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বেশ কিছু অর্থেরও প্রয়োজন। সেই প্রেক্ষিতে সোনামুখী ব্লক ইমাম সংগঠনের পক্ষ থেকে তাঁর পরিবারের হাতে চিকিৎসার জন্য এক লাখ তিরিশ হাজার টাকা তুলে দেওয়া হয়। তিনি সোনামুখীর উলাই মন্ডলপাড়া জামে মসজিদের ইমামের দায়িত্ব পালনের সাথে মুনাযযম মক্তবে শিক্ষকতাও করেন। তাঁর গ্রামের বাড়ি দুবরাজপুরে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লকের সভাপতি ও সোনামুখী জামে মসজিদের ইমাম মুহাম্মাদ ইমদাদুল হক, সংগঠনের সম্পাদক হাফেজ আশরাফ আলী, কোষাধ্যক্ষ মাওলানা জিয়াউল হক সাহেব এবং সোনামুখী ব্লক ইমাম সংগঠনের বিশিষ্ট ইমাম সাহেবগণ। ছিলেন সমাজসেবী আব্দুর রহমান সোনামুখী মসজিদ কমিটির সদস্য ও ভাগলুই গ্রামের আব্দুল কাদের প্রমুখ। সুস্থতার জন্য সকলেই দোওয়া করে,সবার কাছে দোওয়ার আবেদন করা হয়।