|
---|
লুতুব আলি, বর্ধমান : অভিনব উদ্যোগ বর্ধমানের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বৃক্ষরোপণ। বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপ। এই গ্রুপের সদস্য অম্লান মজুমদার। বর্ধমান ১ নং ব্লকের বেলকাশ প্রাথমিক বিদ্যালয়ের তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। গাছ গ্রুপের যেকোনো সদস্যদের ব্যক্তিগত ও সামাজিক অনুষ্ঠান হলে বৃক্ষরোপণ অথবা বৃক্ষ প্রদান করে থাকেন। কারও বাড়িতে আমন্ত্রিত হয়ে বিবাহ, বার্ষিকী, অন্নপ্রাশন ও বিভিন্ন অনুষ্ঠনে এই গাছ গ্রুপের সদস্যরা গেলে উপহারস্বরূপ গাছকেই তাঁরা বেছে নেন। বেলকাশ প্রাথমিক বিদ্যালয়ে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষার শিবিরের প্রাক্কালে জাতীয় শিক্ষক ও গাছ গ্রুপের পুরোধা, গাছ-মাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরী বেলকাশ প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অম্লান মজুমদার। বর্ধমানের অন্য একটি স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংস্থা মিলিত প্রয়াস এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সহযোগিতা করে। মিলিত প্রয়াসের সম্পাদক প্রতনু রক্ষিত বলেন, জেলার বিভিন্ন প্রান্তে সামাজিক কাজের মধ্যে মিলিত প্রয়াস ওতপ্রোতভাবে যুক্ত হয়ে কাজ করে চলেছে। বিলকাস্ট প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক গৌতম রায় ও শিক্ষিকা নীলিমা বেগম সকলকে অভিবাদন জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকাশ গ্রাম পঞ্চায়েত প্রধান জাহানারা খাতুন, মিলিত প্রয়াসের সভাপতি উত্তম কুমার সাহা, পূর্ব বর্ধমান জেলা সর্বশিক্ষা মিশনের কোর্ডিনেটর অনির্বাণ রায়। বর্ধমানের লুপিন ডায়াগনস্টিক সেন্টার ইসিজি ও রক্ত পরীক্ষা করে। শতাধিক রোগী এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিচালনা করেন, ডা. এন.সি মন্ডল, ডা. অভিষে ক ধাওয়ান, ডা. গদাধর মুখার্জি, ডা. মানিক বেজ প্রমুখ।