|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতির কারণে গত মার্চ মাসে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।সাম্প্রতিক সময়ে চলছে আনলক-১’ সমস্ত কিছু ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা চালালেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়নি।এই করোনা প্রতিকূলতায় স্কুল খোলা নিয়ে ধীরে চলার পদক্ষেপ কেন্দ্রের।এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অভিভাবকদের মত জানতে চায় কেন্দ্রের সরকার। অভিভাবকদের মতামত সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যগুলিকেই।এই মর্মে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের স্কুল শিক্ষা এবং স্বাক্ষরতা দফতর থেকে প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে।ওই নির্দেশিকায় বলা হয়েছে, অভিভাবকরা কবে স্কুল খোলার পক্ষে তা জানতে হবে।
পাশাপাশি স্কুল খোলার পরে তাঁরা কর্তৃপক্ষের থেকে কী প্রত্যাশা করছেন,অভিভাবকদের থেকে সেই তথ্যও জোগাড় করতে হবে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে।আগামী ২০ জুলাইয়ের মধ্যে এই সংক্রান্ত সবিস্তার রিপোর্ট জমা করতে হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ মন্ত্রক থেকে জারি করা নির্দেশিকায় স্কুল খোলার বিষয়ে অভিভাবকদের থেকে মূলত দু’টি বিষয় সম্পর্কে মতামত সংগ্রহ করতে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।১ম: অগস্ট, সেপ্টেম্বর নাকি অক্টোবর?কোন মাসে স্কুল খোলার পক্ষে অভিভাবকরা।
২য়ত: স্কুল খোলার পরে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের থেকে কী কী প্রত্যাশা করেন।এ ছাড়া এই প্রসঙ্গে অভিভাবকদের যদি আরও কোনও মতামত থাকে, তাও গুরুত্বের সঙ্গে সংগ্রহ করার উপরে জোর দেওয়া হয়েছে কেন্দ্রের ওই নির্দেশিকায়।করোনা সংকটের কারণে ইতিমধ্যেই নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যস্ত পড়ুয়াদের স্কুলের সিলেবাস ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস করেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। একই সঙ্গে অনলাইন ক্লাসের উপরে জোর দিচ্ছে সরকার। এই নিয়ে কেন্দ্রের তরফে একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এবার সরাসরি অভিভাবকদের কাছে মতামত চাইল কেন্দ্র।