|
---|
নতুন গতি নিউজডেস্ক: বিশ্ব মহামারী করোনাভাইরাস মোকাবেলায় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ইংলিশবাজার শহরের সব কটি ওয়ার্ডের অলিগলি ,সব পুর মার্কেট স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু করে দিল পুরসভা। শুক্রবার সকালে ব্যাটারি চালিত স্প্রে ডিজিটাল মেশিন, মুখের মাস্ক ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হল পুরকর্মীদের। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সব ওয়ার্ডে ধাপে ধাপে স্প্রে করার কাজ হবে। প্রথম ধাপ অনুযায়ী ১থেকে ১৫নম্বর ওয়ার্ডে সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হবে। দ্বিতীয় ধাপে 29 নম্বর ওয়ার্ড পর্যন্ত চলবে। শহরে আবারও স্যানিটাইজ প্রক্রিয়া শুরু হওয়ায় খুশি পুরবাসীরা। এবিষয়ে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ বলেন,কোভিভ ১৯প্রভাব জেলা জুড়ে রয়েছে।তাই ২৯টি ওয়ার্ডে এই অলি গলিতে স্যানিটাইজ করা হবে।প্রথমে ১থেকে ১৫ওয়ার্ডে হবে।পুর এলাকার বাজার, হাসপাতালে এই কাজ করা হবে।