গার্ল চাইল্ড ডে পালন করলো তারাপুর সোস্যাল ডেভেলমেন্ট সোসাইটি

নিজস্ব সংবাদদাতাঃ বোলপুর : ১১ সেপ্টম্বর গার্ল চাইল্ড ডে পালন করলো তারাপুর সোস্যাল ডেভেলমেন্ট সোসাইটি। বুধবার বোলপুরের রজতপুর ইন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয় সহ বোলপুরের একাধিক স্কুলে এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজকের দিনটিকে যথাযথ মর্যদার সঙ্গে পালন করা হয়। শিশু কন্যার যত্ন নেওয়া, বাল্য বিবাহ বন্ধ করা, কন্যা পাচার, শিশু কন্যাকে পরিচারিকার কাজ সহ ক্ষতিকর দিকে যেন ঠেলে না দেওয়া হয় সে সব বিষয়ে সচেতনতা করা হয় এই স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে।

    এদিন বোলপুরের একাধিক বিদ্যালয়ে ছাত্রী দের মধ্যে সচেতনতা শিবির করা হয়। সংগঠনের তরফে দেবাশীষ বেরা বলেন, কৈলাশ সত্যার্থী চিলড্রেন ফাউন্ডেশনের সঙ্গে যৌথ প্রয়াসে আমরা কাজ করছি । আমাদের উদ্দেশ্য শিশুকন্যার সার্বিক সুরক্ষা সহ বাল্য বিবাহ মুক্ত ভারত গড়া। যে ভারতবর্ষে বাল্য বিবাহ পুরোপুরি মুক্ত করাই লক্ষ্য। এ বিষয়ে গ্রাম থেকে শহর সর্বত্রই চলছে সমান প্রচার। স্কুল থেকে পাড়ায় পাড়ায় চলছে সচেতনতা শিবির। আজ শিশু কন্যা দিবস হওয়াউ দিনটিতে বেশী করে প্রচারে জোড় দেওয়া হয়। বাল্য বিবাহ যে বন্ধ করব ও সমাজের কোথাও হতে দেব না এ বিষয়ে শপথ নেয় ছাত্রীরা।