খাদিজা মডেল মিশন ছাত্র ছাত্রীদের পড়াশুনার মান বজায় রাখতে অভিনব কৌশল অবলম্বন করল।

সংবাদদাতা : মুর্শিদাবাদের সারগাছি খাদিজা মডেল মিশন ছাত্র ছাত্রীদের পড়াশুনার মান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অভিনব কৌশল অবলম্বন করল। লক ডাউনের শুরু থেকে মিশন কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেনীর জন্যে পৃথক পৃথক হোয়াটস আপ গ্রুপ খুলে নিয়মিত পাঠদানের কার্যক্রম চালু রাখার ব্যাবস্থা গ্রহণ করে।মিশন কর্তৃপক্ষ এখানেই থেমে থাকেনি। ছাত্ররা সঠিক ভাবে নিয়মিত অধ্যায়ন করছে কিনা সেই বিষয়টির যথার্থ মূল্যায়নের জন্যে মিশনের পক্ষ থেকে অন লাইন এক্সাম নেওয়ারও ব্যাবস্থা গ্রহণ করা হয়। হোয়াটস আপ নেটওয়ার্ক এর মধ্যমে প্রশ্ন পত্র প্রেরণ ও নিয়ম মাফিক উত্তর পত্রের দাখিলের এই অভিনব পন্থা অভিভাবকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। মিশনের পক্ষ থেকে সম্পাদক মীর রবিউল ইসলাম যতদিন লক ডাউন চলবে ততদিন এই একই পন্থায় ছাত্রদের পাঠদান করার বিষয়টি নিশ্চিত করতে যথেষ্ট স্বয়ংক্রিয় ও উল্লেখ যোগ্য ভুমিকা পালন করে চলেছেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিফ ইকবাল, কম্পিউটার অপারেটর মোশারফ সেখ যতন ,সহ শিক্ষক আব্দুল্লাহ ডালটন, খাইরুল ইসলাম চঞ্চল ও সভাপতি উমার ফারুক মোল্লা এবং সদস্য সেলিমুর রহামানের ঐকান্তিক প্রচেষ্টাও এই অভিনভ পদ্ধতিকে সফল করনে উল্লখযোগ্য অবদান রেখেছে।