নারীদিবসে পথ চলা শুরু ওমেন্স গ্রিন জোনের

নিজস্ব সংবাদদাতা : বিশ্ব নারীদিবস উপলক্ষ্যে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রায় দু’শোজনের মত স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তিরিশ জনের মত রক্তদান করেন।
আজ সংস্থার পক্ষ থেকে একটি নতুন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ওমেন্স গ্রিন জোনের। যার পুরভাগে থাকবে মহিলারা। তারা কাজ করবে অত্যাচারিত, অবহেলিত,নিপীড়িত মহিলাদের জন্য। ওমেন্স গ্রিন জোনের মূল দায়িত্বে থাকবেন রেশমা খাতুন।
এছাড়া যে সব মানুষ কাজ করছেন পরিবেশ ও গাছ নিয়ে বা এই সব কাজের সাথে যুক্ত আছেন তাঁদের প্রতি সম্মান জানাতে সংস্থার পক্ষ থেকে কিছু বিশিষ্ট ব্যক্তিদের সবুজ সৈনিক সম্মানে ভূষিত করা হয়।
সবুজ সৈনিক সম্মান পেলেন বিশিষ্ট শিক্ষক রমাপ্রসাদ চক্রবর্তী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অচ্যুৎ চ্যাটার্জি, বিশিষ্ট শিক্ষক সেখ হাবিবুল্লাহ। সংস্থার সভাপতি আবু আজাদ বলেন আমরা শুধু গাছপালা নিয়েই কাজ করছি তাই নয় আমরা সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছি সেটার প্রমাণ আবার দিলাম।