এক টাকার ডাক্তার হিসেবে পরিচিত পদ্মশ্রী সম্মানে সম্মানিত ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায় প্রয়াত

নিজস্ব সংবাদদাতা:- পদ্মশ্রী সম্মানে সম্মানিত এবং এক টাকার ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকাকালীন মঙ্গলবার সকাল ১১-৪৫ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এলাকার সমস্ত গরীব- দুস্থ মানুষদের মাত্র এক টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ২০২১ সালের ৮ নভেম্বর, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর হাত থেকে ‘পদ্মশ্রী’ সম্মান পান ।তিনি দীর্ঘ কিছুদিন থেকেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন,যার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ও ছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর । তাঁর প্রয়াণে শোকাহত বোলপুর-শান্তিনিকেতন সহ জেলাবাসী ৷দীর্ঘ দিন রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির সদস্য ছিলেন ডা: সুশোভন বন্দ্যোপাধ্যায় । বোলপুর শহরের হরগৌরীতলার বাসিন্দা ছিলেন তিনি ৷ জাতীয় কংগ্রেসের প্রতীকে বোলপুরের বিধান সভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সুশোভনবাবু। তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর তিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম জেলা সভাপতি হয়েছিলেন।বর্তমানে তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল,রাজ্য সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ আজকের বহু তৃণমূল নেতা রাজনীতিতে পদার্পণ করেছেন তাঁরই হাত ধরে।