|
---|
আজাহার উদ্দিন : পবিত্র রমযান মাস ও ঈদ উপলক্ষে আরামবাগ শহরে ঈদগাহ ময়দানে সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটির উদোগে দু হাজার মানুষের হাতে শাড়ী,লুঙ্গি,ও কন্যাদায়গ্র্স্ত মানুষের হাতে আর্থিক সাহায্য তুলে দেন সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সৈয়দ জিয়াজুর রহমান। ঐদিন ইফতার মজলিসের আয়োজন করেন। সৈয়দ জিয়াজুর রহমান বলেন সারা রমযান মাস ধরে বিভিন্ন জায়গাতেই বস্ত্র বিতরণ করা হচ্ছে, এছাড়াও মাদ্রাসার মিশন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা হল।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সেখ হাসান ইমাম, মাওলানা মহ, ঈশহাক, আবদুর রহিম, আসগার ইমাম, ও অন্যান্য ধর্মীয় আলেমগন সহ সমাজের বিশিষ্টজন। এই সোসাইটি সারাবছর ধরে মানব সেবামূলক কাজ করে থাকে।সোসাইটির এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।