মানুষের সাথে মানুষের পাশে পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়কগণ

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগণা : বর্তমানে করোনা প্রাক্কালে ইসলাম ধর্মাম্বলীদের পবিত্র উৎসব ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল কাল। ঈদ উৎসব পালিত হবে এমনই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিটি এলাকায় প্রশাসনের উদ্যোগে মাইকিং প্রচার চলছে । যেখানে বলা হচ্ছে আপনারা একসঙ্গে অধিক সংখ্যক লোক জমায়েত হবেন না ঈদগাহ ময়দানে কিম্বা মসজিদ প্রাঙ্গণে ৫০ এর অধিক মানুষ জড়ো হবেন না। মুখে মাক্স পরিধান করার কথা জানান । সোশ্যাল ডিসটেন্স মেইনটেন্স করে ঈদের নামাজ আদায় করার বার্তা দেন। ঈদ উৎসব পালনের সরকারি নির্দেশিকা পাঠিয়ে দেন প্রতিটি ঈদগাহ কমিটির নিকট । সরকারি নির্দেশ নামা কে মান্যতা দেওয়ার জন্য ঈদগাহ কমিটির নিকট আহ্বান জানান । পশ্চিমবঙ্গের বিধানসভার নব নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক-বিধায়িকারা নিজ নিজ বিধান সভা এলাকায় মসজিদ ও ঈদগাহ কমিটির হাতে পর্যাপ্ত পরিমাণে মাক্স, সেনিটাইজার,ফুলের স্তবক ও মিষ্টি প্রদান করেন । এই মূহুর্তের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে এলাকার মানুষজন। করোনা নিয়ে এই মুহূর্তে ভীত-সন্ত্রস্ত,এ বিষয় নিয়ে দীর্ঘক্ষণ সময়ে ধরে মাইকিং প্রচারের মাধ্যমে জানান দেন । বিধায়ক জানান অযথা আতঙ্কিত হবেন না, বাড়িতে থাকার নির্দেশ। বেশি সংখ্যক মানুষ যাতে একত্রিত না হতে পারে তার দিকে নজর দেয়ার জন্য বলেন । আপনি আপনার পরিবারের সুরক্ষা দিতে পারেন। আপনি সুরক্ষিত না থাকতে আপনার পরিবার সুরক্ষিত থাকবে না । এমন উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানায়।