নির্বাচনী বন্ডের টাকার হিসাবপ্রকাশের দাবিতে রাজনগর স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ দেখাল CPIM

 

     

    খান আরশাদ, বীরভূম:

    নির্বাচনী বন্ডের টাকার হিসাবপ্রকাশের দাবিতে রাজনগর স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালো সিপিআইএম
    নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে গোপনে টাকা সরবরাহের ব্যবস্থাকে অসংবিধানিক বলে রায় দিয়েছে আদালত। সিপিআইএমের অভিযোগ বিরোধী ডানপন্থী দলগুলি গোপনে এই টাকা নিচ্ছে, যা আইন বিরোধী। নির্বাচনী বন্ডের টাকা কারা কারা নিচ্ছে তাদের তালিকা জনসমক্ষে প্রকাশ করতে হবে SBIকে। এই দাবিতে রাজনগর সিপিআইএম দলীয় কার্যালয় থেকে দলীয় কর্মীরা মিছিল করে রাজনগর স্টেট ব্যাঙ্কের সামনে এসে বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি, জেলা সদস্য শুকদেব বাগদি, প্রবীণ বাম নেতা কালো কোড়া সহ অন্যান্যরা।