|
---|
নতুন গতি প্রতিবেদক: ২১ফেব্রুয়ারী ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের মেট্রো স্টেশন এর গেট নম্বর ১এর সামনে একটি সাংস্কৃতিক কর্মসূচী ও লিটিল ম্যাগাজিন মেলার আয়োজন করলো সামাজিক সংগঠন We are the Common People।
এই কর্মসূচী তে সম্মাননা জানানো হলো পাঁচ জন যৌন কর্মীবোন (পঞ্চকন্যা)কে যারা নিজেদেরপেশার সাথে সাথে শত প্রতিকূলতা কে অগ্রাহ্য করে সাহিত্য চৰ্চা চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সাহিত্যিক ঋজুরেখ চক্রবর্তীর
কবি পিনাকী রায় কবি চিত্রা লাহিড়ী ,সাংবাদিক অপূর্ব দাস সাংবাদিক সুমন ভট্টাচার্য,শিক্ষাবিদ পদ্মশ্ৰী কাজীমাসুম আখতার ,
সেরাম গ্রুপের কর্ণধার সঞ্জীব আচার্য ,শিল্পপতি দীনেশ খেমকা
এবং সন্দীপন বিশ্বাস।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন বিসর্জন, গোধূলি লগ্ন ,
টিএস ক্রিয়েশন,বে রঙিন কলম ,প্রতিদ্বন্দ্বী ফেসবুকপেজ এবং অনুরণন সাংস্কৃতিক দলের সদস্যরা।