৩ বিধায়কসহ ৪ পুরসভার ৫০ জনেরও বেশি কাউন্সিলর বিজেপিতে

জাকির হোসেন সেখ, ২৮ মে, নতুন গতি: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে যাবে বলে জনমনে যে আশঙ্কা তৈরি হচ্ছিল, আজ যেন তার প্রথম ধাপ সম্পন্ন হল।  সত্যি কথা বলতে কি, কতজন বিধায়ক এবং কাউন্সিলর আজ বিজেপিতে যোগ দেন- রাজনৈতিক তাকিয়ে ছিল সেদিকেই। কার্যতঃ সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে পশ্চিমবঙ্গের ৩ বিধায়ক এবং ৪টে পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর এবং একজন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপি দলে যোগ দিলেন। ধরে নেয়া হচ্ছে যে, এর ফলে চারটি পুরসভাও হাতছাড়া হল তৃণমূলের।
পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, পশ্চিমবঙ্গের রাজ্যনেতা মুকুল রায় সহ অন্যান্য নেতৃত্ব দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে আজ এক সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা দেয়ার সাথে সাথেই বিজেপিতে যোগ দেওয়া তৃনমূল দলের বিধায়ক কাউন্সিলরসহ অন্যান্য দলের নেতা-নেত্রীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
সাংবাদিক সম্মেলনে কৈলাস বিজয়বর্গীয় বলেন, “মোদীজি বলেছিলেন, রাজ্যের ৪০ বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, আজ সেই দলবদলের প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পূর্ণ হল।”
মুকুল রায় বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে বিরোধী দলের তকমাও মিলবে না তৃণমূলের।” উল্ল্যেখ করার মত বিষয় হল,
খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি নইমুল হক‌ও তাঁর অনুগামীদের নিয়ে আজ বিজেপিতে যোগ দিলেন। নৈহাটি পুরসভার ৩১জন কাউন্সিলরের মধ্যে ২৯ জন কাউন্সিলর, হালিশহর পুরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান সহ ২৩ জনের মধ্যে ১৭ জন, কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ ২৪ জনের মধ্যে ১৭ জন যোগ দিলেন বিজেপিতে।  বিজেপিতে যোগ দেয়ার মধ্যে বীজপুরের তৃণমূল বিধায়ক মুকুল পুত্র শুভ্রাংশু রায় ছাড়াও রয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য, হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্র রায় ও তাঁদের অনুগামীরা।