মেমারি বড়র ইলামডাঙ্গায় অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন

নূর আহমেদ মেমারি : ১৮ ফেব্রুয়ারী, মেমারি রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি বড়র ইলামডাঙ্গায় ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়। শিফা পরিষেবা কেন্দ্র ও আবুল কালাম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ওসমান গনি, ডাঃ গোলাম কিবরিয়া, সৌরভ প্রামানিক, জাকির হোসেন সহ অন্যান্যরা। উদ্যোক্তা আব্দুল হালিম বড়র ইলামডাঙ্গায় এলাকার মানুষের সুবিধার্থে দিন রাত্রি অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করা হলো। প্রায় ৫টি গ্রাম এই পরিষেবার ফলে উপকৃত হবে। আগামীতে সংস্থা দ্বারা ফ্রিতে মেডিকেল পরিষেবা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা আছে। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের নিয়ে বড়র বাসষ্ট্যান্ট থেকে একটি পদযাত্রা করা হয়, সঙ্গে ছিল আদিবাসী লোকনৃত্য। উপস্থিত অতিথিরা সমাজের বুকে মানবসেবার কথা বলে তাদের বক্তব্য রাখেন।